October 30, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Toto : অবৈধভাবে বেআইনি টোটোর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি

শিলিগুড়ি , ২৭ মে : শিলিগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধভাবে বেআইনি টোটো । আর তাতেই সমস্যায় পড়ছে সিটি অটো চালকরা । ফলে প্রতিনিয়ত লোকসানের স্বীকার হচ্ছে অটো চালকরা। শিলিগুড়ির অধিকাংশ প্রধান সড়ক গুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের |

ইতিমধ্যে সেই নিষেধাজ্ঞা জারি করে রাস্তার উপর লাগিয়ে দেওয়া হয়েছে বোর্ড । কার্যত প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে এই অবৈধ টোটো । অভিযোগ , একদিকে যেমন ট্রাফিক আইন মানছে না এই টোটো । তেমনি শহরে অবৈধ টোটোর ভিড় বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজট বাড়ছে শহরে । ভেনাস মোড় , বিধান রোড সিটি অটো অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *