শিলিগুড়ি , ২১ এপ্রিল : কেন্দ্রে ২০০৪ সালে লাগু হয়েছে নতুন পেনশন স্কিম , বিপাকে চাকুরীজীবী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। অবিলম্বে এই নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে সমগ্র দেশ জুড়ে আন্দোলনে সরব হয়েছে ন্যাশানাল জয়েন্ট কাউন্সিল অফ একশন কমিটি। বিভিন্ন সংগঠনের যৌথ এই কমিটি লাগাতার পুরনো পেনশন স্কিম চালু ও নতুন পেনশন স্টিম বাতিলের দাবিতে আন্দোলনে সরব হয়েছে ।
প্রত্যেক মাসের ২১ তারিখ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই আন্দোলন সংগঠিত করা হয় । সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে এরিয়া অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় রেলওয়ে মজদুর ইউনিয়ন নিউ জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে । সংগঠনের শাখা সম্পাদক সৌমদ্বীপ কর্মকার জানান ,যদি তাদের দাবির প্রতি কেন্দ্র সহানুভূতি না দেখায় তাহলে ১৯ সেপ্টেম্বর ভারত বনধের পথেই হাঁটবে তারা।