November 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Parking : পার্কিং তৈরির উদ্যোগ , ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি

শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী : শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের বাইরে পার্কিং তৈরি করবে রেল । তবে তার জন্য সেখান থেকে সরে যেতে হবে সেখানে থাকা অস্থায়ী ব্যবসায়ীদের। সেই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হল ব্যবসায়ী সমিতি ।

বুধবার দুপুরে রেলের পক্ষ থেকে ওই এলাকায় সমীক্ষার কাজ শুরু করা হয় । সেই সময় ওই এলাকার ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি তুলে ওই এলাকায় যান বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র , সম্পাদক বিপ্লব রায় মুহুরী , ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা । এদিন রেলকর্তাদের সঙ্গে এলাকা ঘুরে দেখেন তারা । তাদের দাবি ব্যবসায়ীদের অনৈতিকভাবে উচ্ছেদ করা যাবে না। যদি তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয় , তবে তাদের পুনর্বাসন দিতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তবেই কোন সিদ্ধান্ত নেবে রেল এমনটাই দাবি তোলেন তারা।

পরিমল মিত্র বলেন , বহু বছর ধরে এখানে এই ব্যবসায়ীরা ব্যবসা করছেন ফলে অস্থায়ীভাবে এখানে যারা ব্যবসা করছেন তাদেরকে কোনভাবেই অনৈতিকভাবে উচ্ছেদ করা যাবে না। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে এই কাজে ব্যবসায়ীদের কোন সমস্যা নেই।

অন্যদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের IRSEE কমল সিং বলেন , আপাতত পার্কিং তৈরি করার জন্য জায়গা দেখা হচ্ছে । সকলের সঙ্গে আলোচনা করেই এই কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *