April 15, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Politics : চরক ভক্তদের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি

শিলিগুড়ি , ১৩ এপ্রিল : শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর ঘাটে পুজো দিতে গিয়ে চরক ভক্তদের উপর হামলার ঘটনায় উত্তেজনা শহরে । এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় রবিবার বিকেলে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও তার সমর্থকরা।

শনিবার রাতে নদীর ঘাটে পুজো চলাকালীন ছয়জন দুষ্কৃতী আচমকা চরক ভক্তদের উপর চড়াও হয়ে বোতল ছুঁড়ে এবং মারধর করে বলে অভিযোগ । হামলায় গুরুতর জখম হন দুইজন | যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । থানায় অভিযোগ দায়েরের পরও এখনও দুষ্কৃতীরা অধরাই , অভিযোগ পরিবারের ।

এই পরিস্থিতিতে রবিবার চরক ভক্তদের সঙ্গে নিয়ে থানার সামনে বিক্ষোভে সামিল হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ । তিনি বলেন , এই হামলার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । তারা পুলিশকে দু’দিন সময় দিচ্ছেন । যদি এই সময়ের মধ্যে কোনও পদক্ষেপ না নেওয়া হয় , তাহলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *