শিলিগুড়ি , ১৫ জানুয়ারী : শিলিগুড়ি শহরে অবৈধভাবে চলা নম্বর বিহীন টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পথে নামল দার্জিলিং সমতল জলপাইগুড়ি ই-রিক্সা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
সোমবার দুপুরে শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে এসে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় পুর কমিশনারকে। সংগঠনের দাবি দিনের পর দিন শিলিগুড়ি শহরের টোটো শোরুম গুলি থেকে প্রতিদিন টোটো বিক্রি হচ্ছে । এরফলে শহরে যানজট বাড়ছে । পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় শহরে যে সমস্ত নম্বর বিহীন অবৈধ টোটো গুলি রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ।