October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Demand : শহরের রাস্তায় টোটো চলাচলে অনুমতির দাবি

শিলিগুড়ি , ২৩ মার্চ : শিলিগুড়ি শহরের রাস্তায় টোটো চলাচলে অনুমতি দেওয়া হোক । এই দাবীতে শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি দিল সিআইটিইউ ই-রিক্সা চালক ইউনিয়ন।
বৃহস্পতিবার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে শিলিগুড়ি মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ই-রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা।

টোটো চালকদের বক্তব্য , টোটো চালিয়েই সংসার চলে তাদের । কিন্তু শহরের রাস্তায় টোটো চালাতে সমস্যায় পড়তে হচ্ছে টোটো চালকদের । বিভিন্ন সময় পুলিশ টোটো আটকে দিচ্ছে বলে অভিযোগ । এই কারণে টোটোর বৈধ নথিপত্র এবং টোটো চলাচলের অনুমতি দেওয়া হোক এই দাবি জানান তারা ।

এই বিষয়ে ই-রিক্সা চালক ইউনিয়নের সভাপতি উদয়ন দাসগুপ্ত বলেন , টোটো চালকদের শহরে চলাচল করতে দেওয়া হচ্ছে না।পুলিশ কোনো কারণ ছাড়াই টোটো আটক করে ঘণ্টার পর ঘণ্টা হয়রানি করে । এরফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের । এই নিয়েই আজ মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *