Khabar Samay Bangla Blog অপরাধ Death : হোটেল থেকে উদ্ধার বিহারের মহিলার দেহ
অপরাধ ঘটনা

Death : হোটেল থেকে উদ্ধার বিহারের মহিলার দেহ

শিলিগুড়ি , ২৬ অক্টোবর : এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ । ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে ।

রবিবার ওই মহিলার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম পূজা দাস । সে কাঠিহারের বাসিন্দা । ২২ তারিখ ওই মহিলা স্বামী এবং শিশুর সঙ্গে এনজেপি এর ওই হোটেলে ওঠে ।

কিন্তু ২৪ তারিখ সকালবেলায় ওই মহিলার স্বামী গাড়ি বুকিং করার নামে হোটেল থেকে বেরিয়ে যায় । তারপর আর ফেরত আসেনি। এরপরই শুক্রবার রাতে বিষয়টি সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের।

মাঝরাত নাগাদ খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version