শিলিগুড়ি , ১৩ নভেম্বর : ১৯৬১ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম ডক্টর বিবেকানন্দ সরকারের । মানুষের ভালোবাসায় বিবেকানন্দ কখন বিবেক সরকার হয়ে ওঠেন তা টের পায়নি কেউ ।
২০১৩ সালে এক কঠিন স্নায়ু রোগে আক্রান্ত হন এই চিকিৎসক । হাজার মানুষের ভালোবাসায় ও চিকিৎসায় সেই সময় সুস্থ হয়ে ঘরে ফিরে আসেন তিনি। আবারও সেই রোগে আক্রান্ত হন শৈল্য চিকিৎসক বিবেক সরকার। শিলিগুড়ি শহর তথা সংলগ্ন এলাকায় তার চিকিৎসার প্রভাব ছিল অপরিসীম |
তার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়তেই তাকে শেষ বারের মত দেখতে চিকিৎসকে শেষ শ্রদ্ধা জানাতে তার ফেরার অপেক্ষায় ছিলেন তার গুণমুগ্ধরা ।বৃহস্পতিবার তার শিবমন্দিরের বাড়ি থেকে মেডিকেল কলেজ হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছাতেই সকলে তাকে শেষ বিদায় জানাতে ভিড় করেছিলেন । সকল রাজনৈতিক দলের সদস্যদের দেখা যায়।
যেহেতু বিবেক সরকার শিলিগুড়ি জেলা হাসপাতালে অনেক বছর চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন , তাকে অনেকক্ষণ সেখানে রেখে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জেলা হাসপাতাল সুপার ডঃ চন্দন ঘোষ জানান , শিলিগুড়ি জেলা হাসপাতালে তিনি অনেটা সময় কাটিয়েছিলেন তাকে নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন । তার মৃত্যুতে শহরের চিকিৎসা মহলের অনেক ক্ষতি |
তিনি যে শুধু চিকিৎসক ছিলেন তা নয় তিনি বিনামূল্যে প্রচুর মানুষকে তার সেবা দিয়েছেন |

