শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর : শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। তাকে খুন করা হয়েছে বলে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করল মৃতার পরিবারের সদস্যরা । মৃত মহিলার নাম কাকলী মন্ডল , বাড়ি সূর্যসেন কলোনী এলাকায়।
প্রায় ১০ বছর আগে শিলিগুড়ির এক বাসিন্দা ঝন্টু মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল ওই মহিলার । তাদের নয় বছরের একটি সন্তান রয়েছে । কিন্তু বেশ কয়েক মাস আগে ওই মহিলা অন্য এক ব্যক্তি যার নাম সৌভিক দাস তার সঙ্গে অন্যত্র চলে যান । সেখানে গিয়ে তিনি দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছিলেন সৌভিক দাসের সঙ্গে বলে জানা যায় । পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডে উল্কা ক্লাব সংলগ্ন এলাকায় সৌভিকের সঙ্গে একটি বাড়ি ভাড়া করে থাকতেন কাকলী । তার স্বামী ও বাপের বাড়ির সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। কিন্তু আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। যেই বাড়িতে কাকলি ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক কাকলির বাবার সঙ্গে যোগাযোগ করে। শিলিগুড়ি জেলা হাসপাতালে মেয়ের মৃতদেহ দেখতে পান কাকলির বাবা। তারপরেই ভক্তিনগর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় । মৃতার বাবার অভিযোগ কাকলী যখন তার আগের শ্বশুর বাড়ি ছেড়ে চলে যায় তার আগে সে বেশ কিছু সোনা ও টাকা নিয়ে যায়। সেই অর্থের লোভে সৌভিক ও তার পরিবারের সদস্যরা কাকলিকে খুন করেছে বলে তারা অভিযোগ করে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।