May 9, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Missing : নিখোঁজ মহিলার দেহ পুকুরে

শিলিগুড়ি , ৪ মে : একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য রাজগঞ্জের মান্তাদাড়ি গ্রামে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , মান্তাদাড়ি গ্রামের বাসিন্দা করুনা রায়ের স্ত্রী পুস্পা রায় গতকাল ছাগল চরাতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি । খোঁজ করার পরও পাওয়া যায়নি পুস্পা কে ।

অবশেষে আজ বাড়ির পাশে একটি পুকুরে ভেসে ওঠে পুস্পা রায়ের দেহ । খবর পেয়ে পৌঁছায় গাজলডোবা ফাঁড়ির পুলিশ | পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ।

তদন্ত শুরু করেছে গাজলডোবা ফাঁড়ির পুলিশ । পরিবার সূত্রে জানা গেছে , গতকাল থেকে নিখোঁজ ছিল পুস্পা রায় । আজ সকালে বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে । কিভাবে এই ঘটনা ঘটেছে তাদের জানা নেই |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *