January 1, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : চুরি যাওয়া সাইকেল সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : শিলিগুড়ি কলেজ পাড়া থেকে চুরি হয়েছিল সাইকেল । বৃহস্পতিবার ওই সাইকেল চুরির ঘটনার অভিযোগ দায়ের হয় শিলিগুড়ি থানায়।
তদন্ত নেমে সাইকেল উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ ।

সাহুডাঙ্গির বাসিন্দা বিবেক ঘোষ শিলিগুড়ির কলেজ পড়াতে একটি কাজে এসেছিলেন সাইকেলে চেপে । সাইকেলটিকে একটি বাড়ির সামনে রেখে তিনি কাজে যান ওই বাড়িতেই । কিছুক্ষণ বাদে বেরিয়ে দেখেন তার সাইকেলটি নেই । অনেক খোঁজাখুঁজির পরেও তার সাইকেলটি আর পাওয়া যায়নি । গতকাল পুলিশের দ্বারস্থ হন তিনি ।

বিবেকবাবু শিলিগুড়ি থানায় সাইকেল চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ । ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া সাইকেল , গ্রেপ্তার অভিযুক্ত ।


বিভিন্ন সূত্রকে কাজে লাগানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিউ জলপাইগুড়ি থানা এলাকার সাহুডাঙ্গীর বাসিন্দা গোপাল মজুমদারকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ । তার হেফাজত থেকে উদ্ধার হয় বিবেক ঘোষের চুরি যাওয়া সাইকেলটি । ‌ ধৃত গোপাল মজুমদারকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানা। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *