শিলিগুড়ি , ৩১ অগাস্ট : শিলিগুড়ি শহরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার রায় প্রদান করল শিলিগুড়ি ও জলপাইগুড়ি আদালত।
২০১৬ সালের একটি ঘটনায় পক্সো আইনে ভক্তিনগর থানার রবীন্দ্র মন্ডল নামে এক অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে জলপাইগুড়ি জেলা সার্কিট বেঞ্চ।
২০১৭ সালের শিলিগুড়ি থানার হিলকার্ট রোডে একটি সোনার দোকানে লুট ও গুলি চালানোর ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তিন অভিযুক্তকে গ্রেপ্তার করার কয়েক মাসের মধ্যেই শিলিগুড়ি আদালতে চার্জশিট পেশ করে মেট্রোপলিটন পুলিশ | ঘটনায় মনিপুরের গ্যাং তিন দোষীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত ।
২০২৩ সালের জুন মাসে একটি খুনের ঘটনায় ৪৯ দিনের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করে ভক্তিনগর থানার পুলিশ। গত ২৮ অগাস্ট সেই মামলার রায় ঘোষনা করে জলগুড়ি সার্কিট বেঞ্চ সেই মামলায় দোষীর ফাঁসির সাজা শুনিয়েছে আদালত ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আদালতের এই রায় গুলো জানান।