শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : নিঃশর্ত দলিল এবং জমির অধিকারের দাবিতে আন্দোলনের রূপরেখা তৈরি করতে শিলিগুড়িতে আয়োজিত হল বামফ্রন্ট পরিচালিত উদ্বাস্তু সেলের বৈঠক। শনিবার শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারি এলাকাতে উত্তরবঙ্গের অন্য জেলার প্রতিনিধিদের নিয়ে ওই কনভেনশনের আয়োজন করা হয়। এ
দিনের ওই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী , শিলিগুড়ি প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য , জীবেশ সরকার , দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক সহ অন্যান্যরা। স্বাধীনতার পর থেকে বাংলায় বসবাসকারী উদ্বাস্তুদের নিঃশর্ত জমির অধিকার আদায়ের দাবিতে আগামীতে আন্দোলন কিভাবে পরিচালিত করা হবে তা নিয়ে এদিনের কনভেনশনে আলোচনা হয়।