November 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Demand : হকার উচ্ছেদ নয় , দাবি পুনর্বাসনের

শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের করার কাজ শুরু হয়েছে । এই কাজ করতে গিয়ে বহু ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে । উচ্ছেদের আশঙ্কায় ব্যবসায়ীদের পাশে দাঁড়াল বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতি ।

সোমবার সংগঠনের তরফ থেকে এনজেপিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের এডিআরএমের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় । স্মারকলিপিতে তারা স্পষ্ট করে কাউকে উচ্ছেদ করা হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা রেলকে করতে হবে ।


পাশাপাশি এনজেপি স্টেশন ও স্টেশনের বাইরে বহু ব্যবসায়ী লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন । কিন্তু তাদের অনেকের লাইসেন্স ঠিকমতো নবীকরণ করতে পারেন নি । তাদেরকে সরিয়ে রেল অন্য কাউকে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ করেছেন বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব রায় মুহুরি ।

তিনি বলেন , এদিন রেলের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন দাবি পূরনের ব্যাপারে । যদি দাবি পূরণ না হয় , ব্যবসায়ীদের পথে বসিয়ে কাজ করা হয় তাহলে তারা প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *