শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে বৃহস্পতিবার কলকাতা ফেরার পথে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ছাত্রের প্রতি সমবেদনা জানান তিনি ।
মুখ্যমন্ত্রী জানান , তিনি ও গভীরভাবে মর্মাহত । পরিবারকে সমবেদনা জানাতে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মেয়র গৌতম দেব , জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু , শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে নির্দেশ দিয়েছেন পরিবারের সঙ্গে দেখা করতে । তবে ওই ধরণের ঘটনায় উত্তরবঙ্গে হাতির সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়াকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী ।
পাশাপাশি গ্রীন ট্রাইবুনাল হাতির সংখ্যা রোধে কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না বলেও জানান তিনি । এছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি আগত সমস্ত বোর্ডের পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।