Crime : পিকআপ ভ্যানের গোপন চেম্বারে ১৭৫ কিলো গাঁজা , গ্রেপ্তার চালক
শিলিগুড়ি , ১৬ ডিসেম্বর : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত বেঙ্গল সাফারি পার্কের কাছে অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল এসটিএফ । ঘটনায় গ্রেপ্তার পিকআপ ভ্যানের চালক । ধৃতের নাম আজিজুল হক(৪৬)। কোচবিহারের বাসিন্দা । পিকআপ ভ্যানের গোপন চেম্বার বানিয়ে বিহারে গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল। সেই অনুযায়ী কোচবিহারের নিশিগঞ্জ থেকে […]