Injured : বাসের পেছনে বাইকের ধাক্কা, আহত দুই
শিলিগুড়ি , ১৮ ডিসেম্বর : সরকারি বাসের পেছনে বাইকের ধাক্কা । গুরুতর আহত বাইকের দুই আরোহী । বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের বলাইগছে । স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বলাইগছে কলেজ মোড়ে সব ধরনের বাসের স্টপেজ রয়েছে । আজ সকালে […]
