Crime : বন্ধুত্বের আড়ালে অপহরণের ঘটনায় গ্ৰেফতার আরও এক
শিলিগুড়ি , ৯ জুন : বন্ধুত্বের আড়ালে অপহরণের ঘটনায় গ্ৰেফতার আরও এক যুবক । ধৃতের নাম মানিক বর্মন। খড়িবাড়ির ওয়ারিশ জোতের বাসিন্দা। গত ৩রা জুন অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মনি বর্মনকে । ধৃতকে রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করে খড়িবাড়ি থানার পুলিশ । তদন্তে উঠে আসে আরও এক যুবকের নাম । এরপর অভিযান চালিয়ে গ্রেফতার […]