Crime : গ্রেপ্তার এক ভুয়ো সেনা আধিকারিক
শিলিগুড়ি , ১১ জুলাই : শিলিগুড়ির শালুগাড়া থেকে গ্রেপ্তার এক ভুয়ো সেনা আধিকারিক | শিলিগুড়ির শালুগাড়া এলাকা থেকে একজন ভুয়ো সেনা আধিকারিককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ । ধৃতকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় ভক্তিনগর থানায়।জানা গিয়েছে , ধৃত ব্যক্তি সিকিমের গ্যাংটকের বাসিন্দা। তার নাম ডালচাঁদ বার্মা । দীর্ঘদিন থেকে এই ব্যক্তি […]