Police : বিশেষ অভিযানে উদ্ধার মহিষ , গ্রেপ্তার
শিলিগুড়ি , ৩১ মে : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গান্ধী মোড়ে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । পাইপ বোঝাই ছয় চাকা লরি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ । এরপর চালকের কাছে বৈধ কাগজ না থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম আমির হুসেন (৩৯)। সে বরপেটা জেলার দৌমনিচক এলাকার […]
