November 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri Thana : শিলিগুড়ি থানার এসআই এর তৎপরতায় পরীক্ষার্থীরা পৌঁছল কেন্দ্রে

শিলিগুড়ি , ১৪ মার্চ : শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে যায়। কিন্তু শিলিগুড়িতে দুই পরীক্ষার্থী এদিন ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছিল । এরপর যখন তারা জানতে পারে ভুল পরীক্ষা কেন্দ্রে চলে এসেছে তখন ঘড়িতে ১০ টা বেজে গিয়েছে । এদিন হিন্দি স্কুলের দুই ছাত্রী শিলিগুড়ি গার্লস স্কুলে পরীক্ষা দিতে যায়।

তাদের পরীক্ষা কেন্দ্র ছিল , বাবুপাড়ায় জোৎস্নাময়ী স্কুল । এরপর চিন্তায় পড়ে যায় দুই ছাত্রী । এদিকে স্কুলের পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তায় ছিল পুলিশ। শিলিগুড়ি থানার কর্মী গোপাল মণ্ডল তিনি ডিউটিতে ছিলেন । ঘটনা জানার পর তিনি সঙ্গে সঙ্গে ছাত্রীদের গাড়িতে ওঠান । এরপর গাড়িতে হুটার বাজিয়ে কয়েক মিনিটের মধ্যে জোৎস্নাময়ী স্কুলে পৌঁছে দেন দুই ছাত্রীকে। শেষ পর্যন্ত সামান্য দেরী হলেও পরীক্ষায় বসতে পেরেছে ওই দুই ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *