November 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : বিরোধীতার মাঝেই রেকর্ড অঙ্কের বাজেট পাশ পুরনিগমের

শিলিগুড়ি , ২৪ মার্চ : পুরনিগমের বিজেপি কাউন্সিলরদের ওয়াক আউট ও সিপিএম কাউন্সিলরদের সামান্য বিরোধীতার মাঝেই শুক্রবার পাশ হল শিলিগুড়ি পুরনিগমের রেকর্ড অঙ্কের বাজেট । বুধবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ২০২৩-২৪ আর্থিক বছরে ৫৯১ কোটি ৭৭ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন। যদিও ১০কোটি ১লক্ষ ৭০হাজার টাকার ঘাটতি বাজেট দেখানো হয়েছে এই বাজেটে । শহরবাসীর জন্য নতুন জল প্রকল্প সহ একাধিক উন্নয়নমূলক ভাবনা নিয়েই এদিনের এই বাজেট সর্বসম্মতিকরণে পাশ হয়েছে ।


মেয়র জানিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের ইতিহাসে এত বড় অঙ্কের বাজেট আগে কখনও পাশ হয়নি। এটাই সর্বকালীন রেকর্ড। তিনি বলেন, “ নাগরিকদের ওপর বাড়তি করের বোঝা না চাপিয়ে কর কম রেখে রেকর্ড আয়ের নজির তৈরি করেছে পুরনিগম।উন্নয়নের কাজ করতেই এই বাজেট।”


এদিন বাজেট পাশ করার সভার শুরুতেই পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন ও অন্য চারজন বিজেপি কাউন্সিলর সভাকক্ষ থেকে বেরিয়ে যান। বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, “এই বাজেট সাধারণ মানুষের জন্য কোনরকমের উন্নয়ন করতে পারবে না। সবটাই মিথ্যে স্বপ্ন দেখানো হচ্ছে।”
জানা গিয়েছে এবারের বাজেটে শহরের রাস্তাঘাট, খেলাধুলা, স্বাস্থ্য, যানজট ও পানীয় জলের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, ২০২২-‌২৩ অর্থবর্ষে পুরনিগমের বাজেট ছিল প্রায় ৩১৮ কোটি টাকার। শিলিগুড়ির ইতিহাসে পুরনিগমের বাজেট এতকাল ৪০০ কোটির অনেক নীচেই ঘোরাফেরা করেছে। এবারই প্রথম বিপুল অঙ্কের বাজেট করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *