March 12, 2025
Sevoke Road, Siliguri
জীবনধারা

Blood : এমপ্লয়িজ ইউনিয়নের ৬৮ তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

শিলিগুড়ি , ১৫ ফেব্রুয়ারী : এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের ৬৮ তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির |

আজ এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন , এনজেপি শাখার উদ্যোগে ১৯ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে । রেলের কর্মী , তাদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন । সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয় ।

শিবিরে ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় । প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ দিনে শাখার সভাপতি আর. এন. অধিকারী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন । এছাড়া উপস্থিত ছিলেন শাখা একের সম্পাদক রণজয় চন্দ , শাখা দুইয়ের সম্পাদক ভাস্কর তর সহ-সম্পাদক দীপঙ্কর দাস-সহ অন্যান্য সদস্যরা ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , ভবিষ্যতেও তারা এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাবেন । প্রতিষ্ঠা দিবসে নেওয়া এই উদ্যোগ সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *