শিলিগুড়ি , ১০ মার্চ : আজ এন.এফ. রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন, শিলিগুড়ি জংশন ব্রাঞ্চের পক্ষ থেকে ২৭তম দ্বি-বার্ষিক সাধারণ সভার (Bi-ennial General Meeting) আয়োজন করা হয় । একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং একটি মেগা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় ।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হিমাচল কলোনির এন.এফ. রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন অফিসে । ১২০ ইউনিট রক্ত সংগ্রহ করে তরাই ব্লাড ব্যাংকে পাঠানো হয়।
সাধারণ সভায় পুরানো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় । আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজয় কুমার, এডিআরএম, নিউ জলপাইগুড়ি, এন.এফ. রেলওয়ে, মুনিন্দ্র সাইকিয়া, সাধারণ সম্পাদক, এনএফআরইইউ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এনএফআইআর, সুলভ বিস্ত, সিনিয়র ডিএমই (ডিজেল), শিলিগুড়ি, রজনীশ কুমার, বিভাগীয় সম্পাদক, এনএফআরইইউ এবং ডিভিশনের সহ সম্পাদক মহিলা নেত্রী আবিরা পোদ্দার।