Medical : নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ব্যাহত এক্স -রে পরিষেবা
শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ১০ দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে ডিজিট্যাল এক্স-রে মেশিন পরিষেবা। এক্স -রে মেশিন খারাপ হওয়ায় বাইরের বেসরকারি হাসপাতাল ও বাইরের দোকান থেকে টাকা দিয়ে এক্স-রে করাতে হচ্ছে রোগীদের । এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের । গত বছর ১৯ নভেম্বর নকশালবাড়ি হাসপাতালে এক্স-রে মেশিন বসানোর পর […]