Driver : পাহাড় সমতলের গাড়ির চালকদের বিবাদ মিটল অবশেষে
শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : পাহাড় সমতলের গাড়ির চালকদের বিবাদ মিটল অবশেষে | বেশ কিছুদিন ধরে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের হেনস্থার শিকার হতে হচ্ছিল বলে অভিযোগ।সমতলের গাড়ি চালকরা অভিযোগ করছিলেন সমতল থেকে গাড়ি নিয়ে পর্যটকরা পাহাড়ে গেলে সেই গাড়িতে সাইড সিন করতে দেওয়া হচ্ছিল না পাহাড়ের গাড়ি চালকদের তরফ থেকে । সমতলের গাড়ি চালকরা অভিযোগ […]
