Arrest : ভুয়ো NIA অধিকারিকদের পেশ করা হল আদালতে
শিলিগুড়ি , ২৩ নভেম্বর : জাতীয় তদন্ত সংস্থার (NIA) পরিচয় ব্যবহার করে শিলিগুড়ি শহরে দাপিয়ে বেড়াচ্ছিল তিন যুবক । তদন্তের নামে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে পুলিশ । শেষপর্যন্ত স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে ধরা পড়ল তিন ভুয়ো অফিসার। সূত্রের খবর , মাটিগাড়া থানা এলাকার […]
