January 13, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Theft : ফুলবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি

শিলিগুড়ি , ১৩ জানুয়ারী : শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি । গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে ।

শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল । আজ কর্মীরা ব্যাঙ্ক খুলতে এসে দেখতে পান ব্যাঙ্কের পেছন দিকের গেট ভাঙা রয়েছে । ব্যাঙ্কের ভেতরে বেশকিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । এরপরই এনজেপি থানায় খবর দেওয়া হয় । খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ।

যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবী , ব্যাঙ্ক থেকে কোনরকম টাকা চুরি হয়নি । চারটি কম্পিউটার চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্কের ম্যানেজার । যদিও চোর ভল্টে হাত দেয়নি বলে দাবী ম্যানেজারের । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

ওই ব্যাঙ্কের নীচে একটি এটিএমও রয়েছে । একটি বাড়ির দোতালায় রয়েছে ওই ব্যাঙ্ক । সেই বাড়ির পেছন দিকের গেট ভেঙে ভেতরে ঢোকে দুই দুস্কৃতী । এরপর তারা উপরের দিকে উঠে যায় । ঘটনায় সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের । শুক্রবার রাত ১১.১৮ মিনিট নাগাদ দু’জন ঢোকে । তাদের মুখ ঢাকা অবস্থায় ছিল । ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *