শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী : শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিন জনের । এরপর এ নিয়ে সংবাদ ও পরিবেশন করি আমরা | কেন প্রশাসন উদাসীন | অ্যাম্বুলেন্স এর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে কি ? রেখেছিলাম নানা প্রশ্ন | এরপই নড়েচড়ে বসে শিলিগুড়ি পুলিশ |
এই দুর্ঘটনা রুখতে এবারে অ্যাম্বুলেন্স চালকদের সচেতনতা করল দার্জিলিং জেলা ট্রাফিক পুলিশ ।
বুধবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি হাসপাতালের সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি করা হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স চালকদের বিভিন্ন বিষয় সম্পর্কে সতর্ক করা হয় । এই দিনের এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা ট্রাফিক বিভাগের ডিএসপি অরিন্দম অধিকারী , ট্রাফিক ওসি নিরেন থাপা সহ অন্যান্যরা।