শিলিগুড়ি , ২৯ অগাস্ট : ফের কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের বড় সাফল্য | প্রায় পাঁচ কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার ৮ ।
সূত্রের খবর অনুযায়ী ধৃতরা , সোনাগুলি ইন্দো মায়ানমার বর্ডার সংলগ্ন এলাকা থেকে নিয়ে কোচবিহার হয়ে শহরের দিকে আসে | নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ধৃতদের । কলকাতাতেই সোনা গুলি পাচার করার উদ্দেশ্য ছিল । তবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে সোনা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযুক্তদের ।
এই আট জন ব্যক্তি সোনা গুলি নিয়ে বিভিন্নভাবে ভাগ হয়ে যায়,যাতে পুলিশের হাতে ধরা না পড়ে। তবুও কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের বড় সাফল্য। আট জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা । ধৃতদের কাছে থেকে প্রায় ৯ কিলো-৫৪৩ গ্রাম সোনা উদ্ধার হয়েছে , যার আনুমানিক বা জন মূল্য ৫ কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার ৯৭৩ টাকা । ধৃতরা সকলেই কোচবিহারের বাসিন্দা। ধৃতদের নাম দিলবার মিয়া , নুর মোহাম্মদ মিয়া, রিজাউল হক, মেহবুব হাসেন, রাসেল হক, রিজাউল রহমান, রুবেল হোসাইন,ও শাহানুর হক।
এই ৮ জনকেই কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । পাশাপাশি এই চক্রের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা ।