শিলিগুড়ি , ৩০ মে : কফিন খুলতেই চক্ষু চরক গাছ এসটিএফ অধিকারিকদের । কফিনদের মধ্যে থেকে মৃতদেহের বদলে বেরিয়ে আসল প্যাকেট প্যাকেট গাঁজা ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল এসটিএফ এর অধিকারিকরা অভিযান চালায় এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ী সঙ্গলনো এলাকায়। অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স আটক করে এসটিএফ অধিকারিকরা ।
গাড়ির মধ্যে সাদা কাপড়ে মোরা ফুল দিয়ে সাজানো ছিল কফিন । পাশে কাঁদো কাঁদো চোখ নিয়ে বসে রয়েছে কফিনের মধ্যে থাকা মৃতের ৩ আত্মীয়। কিন্তু এসটিএফ এর অধিকারিকরা কফিন খুলতেই বেরিয়ে আসে গাঁজা । আর কফিনের পাশে থাকা ৩ আত্মীয় আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনা সামনে আসতেই । সাথে সাথেই গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা সেই ৩ ব্যাক্তি ও গাড়ির চলককে । ধৃতদের নাম সমীর দাস , অপূর্ব দে , পাপ্পু মোদক ও সরস্বতী দাস ।
আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে এসটিএফ অধিকারিকরা । অ্যাম্বুলেন্স এর ভেতরে থাকা কফিনের ভেতর থেকে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক ওজন প্রায় ৬৪ কিলো। জানা গিয়েছে গাঁজা গুলোকে কফিন বন্দি করে আগরতলা থেকে শিলিগুড়িকে করিডর বানিয়ে বিহারে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের ।