শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার পাঁচ | ৫৪ কেজি গাঁজা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ ও এসওজি ।
রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা মুনি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দুটি চার চাকার গাড়িকে আটক করে পুলিশ । এরপর তল্লাশি চালিয়ে দুটি গাড়ি থেকে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার হয় ।
ঘটনায় গ্রেপ্তার করা হয় দুটি গাড়িতে থাকা মোট পাঁচ জনকে। ধৃতদের নাম জামিনুর মিয়া , অজয় বর্মন , অনিল নামোদাস , মুসলেম মিয়া ও বিকাশ বর্মন। ধৃতরা সকলেই শীতলকুচির বাসিন্দা । আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।