শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : টলিউডে আসছে পদ্মশ্রী করিমূল হকের জীবনকাহিনি | ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় দেখা যাবে দেবকে |
পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমূল হকের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হতে চলেছে পূর্ণদৈর্ঘ্যর বাংলা ছবি । এই ছবিতে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হকের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা দেব ।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা করিমূল হক তার মানবিক কাজের জন্য আজ দেশ জুড়ে পরিচিত মুখ । নিজের মাকে হারানোর বেদনা থেকেই তার জীবনে আসে এক নতুন শপথ আর কোনও মানুষ যেন চিকিৎসার অভাবে বা অ্যাম্বুল্যান্স না পেয়ে প্রাণ না হারান ।
সেই লক্ষ্যেই নিজের উপার্জনের টাকায় তিনি শুরু করেন বিনামূল্যের বাইক অ্যাম্বুল্যান্স পরিষেবা । বছরের পর বছর দিন-রাত এক করে অসংখ্য অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি হয়ে ওঠেন ‘অ্যাম্বুল্যান্স দাদা’।
এই মানবিক যাত্রার গল্প এবার রুপোলি পর্দায় তুলে ধরতে উদ্যোগী টলিউড । ছবিতে করিমূল হকের সংগ্রাম , পারিবারিক জীবন , সামাজিক প্রতিবন্ধকতা ও অদম্য মানসিকতার বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হবে ।
নিজের চরিত্র প্রসঙ্গে দেব জানান , এই ছবিটি তার কাছে শুধুমাত্র অভিনয় নয় , বরং এক দায়িত্ব । একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করা গর্বের পাশাপাশি চ্যালেঞ্জেরও । বাস্তবের করিমূল হকের জীবন দর্শকদের সামনে তুলে ধরতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান ।
এই ছবির মাধ্যমে শুধু একজন মানুষের গল্প নয় , সমাজের প্রতি দায়বদ্ধতা , মানবিকতা ও সহমর্মিতার এক শক্তিশালী বার্তা পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
