December 24, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : মাদক ও নগদ অর্থ সহ গ্রেপ্তার মহিলা

শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১০৩ গ্রাম ব্রাউন সুগার ও নগদ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা সহ গ্রেপ্তার ১ মহিলা ।

মঙ্গলবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ । সেখানে ওই বাড়ির খাটের নিচে লুকিয়ে রাখা প্রায় ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ ।

এই ঘটনায় ওই বাড়িতেই অভিযান চালিয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ নগদ ৫,৩০,৪০০ টাকা উদ্ধার করে । মাটিগাড়া থানার পুলিশের প্রাথমিক অনুমান নগদ অর্থ মাদক বিক্রি করে পেয়েছিল ওই মহিলা । ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় নাজিরা খাতুনকে ।

মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর , বাড়ি থেকেই এই ব্রাউন সুগারের কারবার চালাতো ওই মহিলা । বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । ওই মহিলাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ ।

ধৃতকে রিমান্ডে নিয়ে এই মাদকগুলি সে কোথা থেকে নিয়ে এসেছিল এবং এই চক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে মাটিগাড়া পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *