July 1, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ১ জুলাই : মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার এক | গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ ।

ধৃতের নাম সুমঙ্গল ওরফে বটু বালা (২১) । বাড়ি শিমুলতলায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত যুবক ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে মাটিগাড়া থানা এলাকায় অপেক্ষা করছিল। ওই সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মাদক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।

উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ১৪,০০০ টাকা । সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

পুলিশ সূত্রে খবর , এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *