January 3, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : এসএসবির অভিযানে গ্রেপ্তার মাদক কারবারী

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : মাদক মুক্ত করতে ফের অভিযান এসএসবির | নকশালবাড়ির রথখোলা মোড়ে হাত বদলের আগে গ্রেফতার এক মাদক পাচারকারী | ঘটনায় উদ্ধার ২০৫ গ্ৰাম মরফিন । ধৃত সানিভাল শেখ মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা ।

এসএসবি ৪১ নং ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা নকশালবাড়ির রথখোলা মোড়ের এশিয়ান হাইওয়েতে টহলদারির সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে ২০৫ গ্ৰাম মরফিন উদ্ধার করে ।

এসএসবি সূত্রে জানা গিয়েছে , ধৃত মালদা থেকে মরফিন নিয়ে হাত বদলের জন্য নকশালবাড়ির রথখোলা মোড়ে প্রতীক্ষালয়ে অপেক্ষায় করছিল । পরে আটক ব্যক্তিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । ধৃতকে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *