শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : মাদক পাচারের আগে এক যুবককে গ্রেপ্তার করল এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ।
শিলিগুড়ি মহকুমা নকশালবাড়ির রথখোলা এলাকায় মাদক পাচার হচ্ছে বলে খবর পেয়ে এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান । আটক করা হয় যুবককে ।ওই যুবককে তল্লাশি চালাতে উদ্ধার হয় ১৮০ গ্রাম ব্রাউন সুগার ।
ধৃতের নাম মহম্মদ ইদুল । নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা সে । ধৃতকে পরবর্তীতে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় । আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।