শিলিগুড়ি , ২ ডিসেম্বর : একদিকে স্কুটি , বাইক চুরি আবার অন্যদিকে মাদক পাচার | দুই মিলিয়ে প্রশাসনের ঘুম উড়িয়েছিল স্কুটিচক্র । সেই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল রাণা রায় এবং রাজ বর্মন | দ্রুত দু’জনেই ভক্তিনগর থানার অধীন শিবরাম পল্লীর বাসিন্দা ।
রবিবার রাতে রাণা রায় এবং রাজ বর্মন একটি স্কুটিতে করে নেশার সামগ্রী পাচার করতে দার্জিলিং মোড় থেকে রেগুলেটেড মার্কেটের দিকে যাচ্ছিল । সেই সময় প্রধাননগর থানা পুলিশের নজরে পড়ে সেই স্কুটি । তাদের দাঁড়ানোর কথা বলা হলে পালাতে শুরু করে তারা । এরপর পিছু ধাওয়া করে রেগুলেটেড মার্কেটের কাছে দু’জনকে ধরে ফেলে পুলিশ । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । এরপরই তাদের গ্রেপ্তার করা হয়।