Khabar Samay Bangla Blog অপরাধ Crime : মহিষ পাচারের অভিযোগে গ্রেপ্তার
অপরাধ

Crime : মহিষ পাচারের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২ ডিসেম্বর : মহিষ পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ।

ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করে ৪০ টি মহিষ উদ্ধার করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ । চালক মহিষগুলির কোন বৈধ নথি না দেখাতে পারায় গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতের নাম মহম্মদ হায়দার (৩৬)। সে উত্তরাখণ্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর , উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে । এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version