October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার , গ্রেপ্তার

শিলিগুড়ি , ২২ মার্চ : ফের বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার | এসটিএফ ও নকশালবাড়ি থানার যৌথ অভিযানে উদ্ধার ১ কেজি ব্রাউন সুগার । গ্ৰেপ্তার এক অভিযুক্ত । ধৃতের নাম মাতলু শেখ , সে মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা ।


গোপন সূত্রে খবরের ভিত্তিতে নকশালবাড়ির সাতভাইয়া এলাকার এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে এসটিএফ ও পুলিশ । আটক ব্যক্তিকে তল্লাশি করতে ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয় ।

অভিযুক্ত ব্যক্তি বিক্রির জন্য ওই নেশার সামগ্রী কালিয়াচক থেকে নকশালবাড়িতে নিয়ে এসেছিল । পরে ধৃতকে গ্ৰেপ্তার করে নক্সালবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ । ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । ধৃতকে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ । উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *