December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা দেশ

Forest Department : দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার বনবিভাগের কর্মী

শিলিগুড়ি , ২৮ নভেম্বর : দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বনবিভাগের এক কর্মীকে গ্রেপ্তার করল সেনাবাহিনীর গোয়ান্দা বিভাগের সুকনা ত্রিশক্তি কর্পস।

সেনা সূত্রে জানা গিয়েছে , ধৃতের নাম ফ্রান্সিস এক্কা । তার বাড়ি বেলগাছিতে । জানা গিয়েছে, সুকনা ত্রিশক্তি কর্পস এবং দার্জিলিং জেলা পুলিশের পানিঘাটা ফাঁড়ির পুলিশ এবং এনডিআরএফ টিম যৌথভাবে অভিযান চালিয়ে পানিঘাটা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ।

সূত্রের খবর , ফ্রান্সিস এক্কা বেশকিছুদিন ধরে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত । বিদেশী শক্তির সঙ্গেও যোগসাজস রয়েছে তার ।

মঙ্গলবার রাতে পানিঘাটায় অভিযুক্তের কাছে পৌঁছায় গোয়েন্দা বিভাগ। এরপরই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা । বুধবার ধৃতকে মিরিক আদালতে তুলে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *