January 23, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : আন্ত:রাজ্য কোকেন পাচার চক্রের মূলপান্ডা গ্রেফতার !

শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : আন্ত:রাজ্য কোকেন পাচার চক্রের মূলপান্ডা গ্রেফতার শিলিগুড়ির শালবাড়ি থেকে । শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকত এই ব্যাক্তি । সেখানে বসেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ বিহার এবং নেপাল ভুটান এও কোকেনের রমরমা ব্যবসা চালাচ্ছিল ।

চলতি মাসের ১১ তারিখ শিলিগুড়ি খালপাড়া থেকে ডাঙ্গিপাড়ার বাসিন্দা সরতাজ আলম কে ৯৩ গ্রাম কোকেন সহ গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ । ১২তারিক তাকে আদালতে পেশ করা হয় । ১১দিনের রিমান্ডে নিয়ে সরতাজ আলম কে জিঞ্জাসাবাদ শুরু করে পুলিশ । সরতাজের কাছ থেকে জানতে পারে কোকেন চক্রের মূল পান্ডা শিলিগুড়িতে রয়েছে ।

বুধবার রাতে এসটিএফ এর অধিকারিকরা হানা দেন শিলিগুড়ির মেথিবাড়ী এলাকায় । গ্রেপ্তার করে কোকেন চক্রের মূলপান্ডা কার্শিয়াং এর বাসিন্দা পাশাং মুক্তান কে । পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লি থেকে কোকেন এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা , নেপাল ,ভূটান ও বিহারে বিক্রি করতো ধৃত পাশাং মুক্তান । বৃহস্পতিবার ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতকে শিলিগুড়ির স্পেশাল আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *