শিলিগুড়ি , ২০ জুলাই : শিলিগুড়ির ব্লু মাউন্টেন রিসর্টে দেহ ব্যবসা চালানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ |
দেহ ব্যবসা চালানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে শিলিগুড়ির জলপাইমোড় থেকে গ্রেপ্তার করল পুলিশ ।
ধৃত ব্যক্তির নাম সৌরভ ঘোষ । বুধবার রাতে এসওজি টিম শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত ব্যক্তি দেহ ব্যবসার জন্য মেয়েদের সরবরাহ করত । তার বিরুদ্ধে ইনমোরাল ট্র্যাফিকিং এর আওতায় মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, গত ২৪ মে শিলিগুড়ির শালবাড়ির কাছে ব্লু মাউন্টেন নামে একটি রিসোর্টে অভিযান চালায় এসওজি ও প্রধাননগর থানার পুলিশ । সেখানে রমরমা দেহ ব্যবসার কারবারের পর্দা ফাঁস করে পুলিশ।বাইরের রাজ্য থেকে আসা লোকেদের কাছে যুবতীদের পাঠানো হত । এরপর পার্টি করার নামে চলত দেহব্যবসা । এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
অপরাধ
Police : দেহ ব্যবসা চালানোর ঘটনায় আরও এক অভিযুক্ত গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- July 20, 2023
- 0 Comments
- Less than a minute
- 1196 Views
- 1 year ago