শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী : ফের সাফল্য রাজগঞ্জ ব্লকের আমবাড়ি রেঞ্জের বনকর্মীদের | গ্রেপ্তার এক পাচারকারী | আমবাড়ি রেঞ্জের বিশেষ অভিযানে পেঙ্গলিনের চামড়া এবং আঁশ পাচারের আগে একজনকে গ্রেফতার করল বন কর্মীরা |
ধৃতের পরিচয় জিজ্ঞাসাবাদের কারণে গোপন রাখা হয়েছে । জানা গেছে ওদলাবাড়ি এলাকায় এই বিশেষ অভিযান চলে | যেখানে ৮০ সেন্টিমিটার পেঙ্গলিনের চামড়া এবং আঁশ উদ্ধার করে বনকর্মীরা ।
গোপন সূত্রে খবর পায় আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা , সেই অনুযায়ী নিজেরা ক্রেতা সেজে বুধবার এই অভিযান চালায় | এই ঘটনায় পাচারের জন্য যে বাইকটি ব্যবহার করা হয়েছিল সেটিকেও বাজেয়াপ্ত করেছে বনকর্মীরা | তাদের জিজ্ঞাসাবাদের পর তারা জানিয়েছে জঙ্গলে পেঙ্গলিনটিকে মেরে ফেলা হয় |
এরপর তার মাংস খেয়ে সেটিকে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল | শিলিগুড়ি থেকে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল তাদের | যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা ঠিক করা হয়েছিল পাচারকারীদের তরফে | অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।