October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : সীমান্তে ৫ টি গরু সহ গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারী : নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে ৫ টি গরু সহ গ্রেপ্তার এক যুবক । সীমান্তে পারাপারের সময় এস‌এসবির জ‌ওয়ানরা যুবককে গরু সহ আটক করে। বৈধ নথিপত্র না পাওয়ায় পরে ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে । ধৃতের নাম করণ কুমার তামাং । ধৃত নকশালবাড়ির কিলারাম জোতের বাসিন্দা । এস‌এসবি ৮ ম ব্যাটেলিয়ানের জওয়ানরা সীমান্তে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । উদ্ধার হওয়া গরুগুলিকে খোয়াড়ে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *