শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়ির অন্তর্গত এলাকার একটি বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে ওই বাড়ির পরিচারিকার স্বামীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ । ধৃতকে তোলা হল শিলিগুড়ি মহকুমা আদালতে ।
গত ১৪ ফেব্রুয়ারি ওই বাড়ির মালকিন অন্তরা সাহা ও তার পরিবার তার বোনকে বাড়িতে রেখে কর্মসূত্রে বাইরে যায়। তাদের বাড়িতে পরিচারিকার কাজ করত বাতাসী দাস নামে এক মহিলা। অভিযোগ , বাড়িতে অন্তরা দেবী না থাকার সুযোগে বাড়িতে থাকা সোনা ও রুপোর গয়না চুরি করে বাতাসীর স্বামী কেশব বর্মন । পরবর্তীতে বাড়ি ফিরে এসে অন্তরা দেবী দেখতে পান তার গয়না নির্দিষ্ঠ জায়গায় নেই ।
তারপরেই ২০ ফেব্রুয়ারি পানিটাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । ঘটনার তদন্ত শুরু করে কেশবকে নিরঞ্জন নগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর , কেশব ও বাতাসী মাথাভাঙার বাসিন্দা । শিলিগুড়ির নিরঞ্জন নগর এলাকার একটি ভাড়া বাড়িতে থাকে তারা। কেশব চুরির গয়নাগুলি ভেঙে অল্প অল্প করে বিক্রি করা শুরু করেছিল। সেই গয়না বিক্রি করে সে ৩৬০০০ টাকা পায়। নিরঞ্জন নগর এলাকার ভাড়া বাড়ি থেকে সেই টাকা ও বাকি গয়না উদ্ধার করে পুলিশ। ধৃতকে এদিন আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ ।