December 22, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

SILIGURI COURT : ট্যাব কান্ডে আরও এক গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৮ নভেম্বর : সিএসপি-র আড়ালে ট্যাব কান্ডের টাকা হদিসের চক্রের সঙ্গে জড়িত থাকায় মালদার বৈষ্ণব নগর থেকে গ্রেপ্তার ।

ট্যাব কান্ডের সঙ্গে জড়িত থাকায় একের পর এক দোষীদের গ্রেপ্তার করছে পুলিশ । শিলিগুড়িতে ৪০ জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে যায় । তারই তদন্তে নেমে মালদার বৈষ্ণবনগর থানা এলাকা থেকে মনোজ চৌধুরী নামে এক ব্যাক্তিকে করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মালদা জেলার বৈষ্ণব নগরে সিএসপি চালাত ধৃত ব্যাক্তি। সেই সিএসপি-র আড়ালে ট্যাব চক্রের সাথে জড়িত ছিল সে । শিলিগুড়ির ৪০ জন পড়ুয়ার ট্যাবের টাকা এই ব্যাক্তি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ।

সেই মত সাইবার ক্রাইমের একটি দল মালদা বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার করে তাকে । আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় ধৃত মনোজ চৌধুরীকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *