Khabar Samay Bangla Blog অপরাধ Death : চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত্যু যুবকের
অপরাধ ঘটনা

Death : চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত্যু যুবকের

শিলিগুড়ি , ১৮ জুলাই : নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় গণধোলাইয়ে মৃত্যু হল এক যুবকের ।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং শিলিগুড়ি জিআরপি সূত্রে জানা গিয়েছে , গতকাল রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনের ভেতরেই অজ্ঞাত পরিচয় এক যুবককে নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজে থাকা শ্রমিকরা চোর সন্দেহে মারধর করে । যার জেরে তার মৃত্যু হয় ।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজকর্ম চলছে । সেখানে রাখা আছে প্রচুর যন্ত্রপাতি ও নানান রকমের যানবাহন।
অজ্ঞাত পরিচয় ওই যুবক গভীর রাতে ওই সমস্ত যন্ত্রপাতি যেখানে থাকে সেখানে ঘোরাঘুরি করছিল । সেই সময় স্টেশনের উন্নয়নের কাজে থাকা শ্রমিকদের ওই যুবককে দেখে সন্দেহ হয় । তারা ওই যুবককে পাকড়াও করে ব্যাপক মারধর করে। যার জন্যুয ওই যুবকের মৃত্যু হয় ।

তবে ওই যুবকের নাম এবং পরিচয় এখনো জানা যায়নি ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজে থাকা সন্দেহজনক ৬ শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসে । এরপর জিআরপি আরও দুজন শ্রমিককে আটক করে ।

ধৃতদের নাম মৃত্যুঞ্জয় মজুমদার, আইয়ুব আলী, গৌতম চক্রবর্তী , করন ঝা, মোঃ আফজাল, অভয় মন্ডল, সন্দীপ ঠাকুর, সঞ্জীব কুমার দাস। তবে গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কেন ওই যুবককে মারধর করা হলো ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি।

অপরদিকে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত ওই যুবকের দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । চেষ্টা চলছে মৃতের পরিচয় জানার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version