শিলিগুড়ি , ১৭ জুলাই : দার্জিলিংয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হল এক যুবক এবং এক কিশোরীর ।
দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের অন্তর্গত গোক এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হল এক যুবক ও কিশোরীর । মৃত ওই যুবকের নাম প্রানীল লিম্বু ( ২৭ ) এবং মৃত কিশোরীর নাম সামান্থা ( ৮ )। ঘটনায় শোকের ছায়া এলাকায় ।
বুধবার ওই এলাকায় পানীয় জলের পাইপ মেরামতির কাজ করছিল ওই যুবক । তার সঙ্গে সহযোগিতা করছিল ওই কিশোরী । এমন সময় পাহাড়ের উপর থেকে বড় একটি পাথর গড়িয়ে তার ওপর পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের । ঘটনায় গুরুত্বর আহত হয় ওই কিশোরী ।
তাকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাস্তায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ।
প্রসঙ্গত গতকাল থেকেই পাহাড় জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত । আর এই বৃষ্টিপাতের ফলে পাহাড়ে শুরু হয়েছে ধসের ঘটনা । এর জেরে আতঙ্কিত পাহাড়বাসী ।