শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে গাছে ধাক্কা বাইকের । মৃত্যু হল এক যুবকের । আহত হয়েছেন আরও একজন ।
নকশালবাড়িতে একটি জন্মদিনের পার্টি সেরে গতকাল গভীর রাতে বাইকে করে পানিট্যাঙ্কিতে বাড়িতে ফিরছিলেন দুই যুবক । সেই সময় শিমুলতলা রাজ্য সড়কে নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা মারে তাদের বাইকটি ।
ঘটনায় গুরুতর জখম হন বিশাল অধিকারী এবং রাহুল সিংহ । ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসা হলে বাইক চালক বিশাল অধিকারীর মৃত্যু হয় । অন্যদিকে রাহুল সিংহকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।