Khabar Samay Bangla Blog ঘটনা India : ইউনুস বিরোধী পোষ্টার !
ঘটনা রাজনীতি

India : ইউনুস বিরোধী পোষ্টার !

শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : ফের একবার ইউনুস বিরোধী পোষ্টার পড়ল শিলিগুড়ি শহর সংলগ্ন অম্বিকা নগর বাজার থেকে শুরু করে ভালোবাসা মোড় পর্যন্ত । রাস্তার ওপর সাঁটানো হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের পোস্টার ।


যাতে হিন্দি এবং বাংলায় লেখা আছে , ‘বাংলাদেশ জিহাদী সরকার।’ এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল শুধু শিলিগুড়ি শহর নয় শহর তলিতেও ভারত বিরোধীদের প্রতি ক্ষোভের সঞ্চার ঘটছে ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন সিংহ জানান , ‘বিষয়টি প্রশাসনকে জানান হবে । এভাবে পোস্টার সাঁটিয়ে জাতি দাঙ্গা করতে চাইছে বিজেপি । তীব্র ধিক্কার জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version